দক্ষিণ বেদকা্শী ইউনিয়নে প্রধান বাজার তিন টিঃ-
১। ঘড়িলাল বাজারঃ-
এই বাজারের উৎপত্তি প্রাচিন কাল থেকেই, এখানে সপ্তাহে সোমবার ও শুক্রবারে বাজার বসে এবং সারাদিন কেনাবেচা চলে। বহিরাগত অনেক কাচামালের দোকানদার ও অনান্য দোকানদার এখানে কেনাবেচার জন্য আসে । সার্বিক দিক দিয়ে এই বাজারই অত্র ইউনিয়নের সর্ব বৃহত ও প্রধান বাজার ।
২। জোড়শিং বাজারঃ-
এখানে সপ্তাহে বৃহস্পতি ও রবিবার সকাল ৮টা হতে বাজার বসে এবং সন্ধা পর্যন্ত কেনাবেচা চলে। সার্বিক দিক দিয়ে এই বাজার অত্র ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম বাজার।
৩। আংটিহারা নতুন বাজারঃ-
বিগত ২০০৯ সালের ২৫শে মে আইলায় প্লাবিত হওয়ার পর দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সকল রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেলে আংটিহারার কিছু ব্যাবসায়ীবৃন্দ সেখানে কাচামাল সহ নিত্য প্রয়জনীয় মালামাল কেনাবেচা শুরু করেন। সেখান থেকে এই বাজারের উৎপত্তি । বর্তমানে সেখানে কিছু বসতি মুদী দোকান সহ বিভিন্ন্য দোকান গোড়ে উঠেছে এবং সেখানে প্রতি শনি বার ও মঙ্গলবরে বাজার বসে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS