Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Canals and Rivers

১৯৭৩ খ্রিস্টাব্দের পূর্বে দক্ষিণ বেদকাশী স্বতন্ত্র কোন ইউনিয়ন হিসেবে চিহ্নিত ছিল না। এ ইউনিয়নের বর্তমান ভূ-খন্ড ছিল উত্তর বেদকাশী ইউনিয়নের অন্তর্ভূক্ত।                 

১৯৭৩ খ্রিস্টাব্দে এ ইউনিয়নটি উত্তর বেদকাশী ইউনিয়নের মধ্য হতে আলাদা হয়ে একটি স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করে। সেদিনের সেই ভূ-খন্ড নিয়ে স্বকীয় বৈশিষ্ট্যে আজও অবাধ স্বীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রশাসনিক কাজ কামের বিভিন্ন সুবিধার দিক বিবেচনা করেই উত্তর বেদকাশী ইউনিয়নের মধ্য হতে এ ইউনিয়নকে পৃথকীকরণ করা হয়। পৃথক ইউনিয়ন করার ব্যপারে যিনি বেশী উদ্যেগী ছিলেন তিনি হলেন জনাব মোল্ল্যাৃ ইউসুফ আলী। তিনি দক্ষিণ বেদকাশী ইউনিয়ন সৃষ্টির শুরু থেকে দীর্ঘ এক টানা যাবৎ ১০ (দশ) বছর সুনামের সাথে চেয়ারম্যান পদে দায়িত্ব পালস করেন। তার চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময়কাল ছিল ১৯৭৩-১৯৮৩ খ্রিঃ পর্যন্ত। ইউনিয়নটি পৃথকীকরণ করেন তৎকালীন আওয়ামী লীগের বিশিষ্ট্য রাজনীতিবিদ জনাব আব্দুর গফুর (এম,পি) ও জনাব এ্যাডভোকেট স,ম,বাবর আলী (এম,পি)।