জনাব মোল্ল্যাৃ ইউসুফ আলীর নেত্রিত্বে ১৯৭৩ খ্রিস্টাব্দে এ ইউনিয়নটি উত্তর বেদকাশী ইউনিয়নের মধ্য হতে আলাদা হয়ে একটি স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করে। সেদিনের সেই ভূ-খন্ড নিয়ে স্বকীয় বৈশিষ্ট্যে আজও অবাধ স্বীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রশাসনিক কাজ কামের বিভিন্ন সুবিধার দিক বিবেচনা করেই উত্তর বেদকাশী ইউনিয়নের মধ্য হতে এ ইউনিয়নকে পৃথকীকরণ করা হয়।উদ্যেগী ছিলেন তিনি হলেন । তিনি দক্ষিণ বেদকাশী ইউনিয়ন সৃষ্টির শুরু থেকে দীর্ঘ এক টানা যাবৎ ১০ (দশ) বছর সুনামের সাথে চেয়ারম্যান পদে দায়িত্ব পালস করেন। তার চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময়কাল ছিল ১৯৭৩-১৯৮৩ খ্রিঃ পর্যন্ত। ইউনিয়নটি পৃথকীকরণ করেন তৎকালীন আওয়ামী লীগের বিশিষ্ট্য রাজনীতিবিদ জনাব আব্দুর গফুর (এম,পি) ও জনাব এ্যাডভোকেট স,ম,বাবর আলী (এম,পি)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস