Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

উপকূলীয় অন্চলের খুলনা জেলার, কয়রা উপজেলায় দ:বেদকাশী ইউনিয়ন অবস্থিত । এখানে ২০০৯ সালের ২৫ শে মে ঘূর্ণীঝড় আইলায় বিদ্ধস্থ হয়ে অত্র ইউনিয়নের সকল যোগাযোগ ব্যাবস্থা বিছিন্ন হয়ে পড়ে। পরবর্তিতে বিভিন্ন দাতা সংস্থা ও সরকারি উদ্যোগে রাস্থা-ঘাট নির্মিত হোলেও পুর্বের স্থানে ফিরে যায়নাই দ:বেদকাশী ইউনিয়নের যোগাযোগ ব্যাবস্থা। অত্র ইউনিয়নের সকল রাস্থা-ঘাট কাচা মাটির, ও ইউনিয়নটির পশ্চিমে কপোতাক্ষ নদী ও পুর্বে সাকবাড়ীয়া নদী অবস্থিত। সে কারনে এই ইউনিয়নের জনগনকে  সাইকেল, মটোরসাইকল, ভ্যান, ট্রলার ও লঞ্চ দ্বারা চলাচল করতে হয় ।  তবে বর্ষা মৌসুমে ট্রলার ও লঞ্চ এর বিকল্প কিছুই নাই। প্রত্যাহ রাত্র ০৯/১০ টার সময় অত্র ইউনিয়নের জোড়শিং বাজার থেকে এম,ভি, সাদীয়া ফারিয়া নামোক একটি লঞ্চ খুলনার উদ্যেশ্যে ছেড়ে যায়। এটাই জেলা সহর থেকে অত্র ইউনিয়নের যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম।