শিরোনাম
বর্তমান বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আতংকিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন অত্র কয়রা পাইকগাছার মাননীয় এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।
বিস্তারিত
বর্তমান বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আতংকিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন অত্র কয়রা পাইকগাছার মাননীয় এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। তাই আসুন আমরা সরকারের নির্দেশনা মেনে চলি সুস্থ সুন্দর জীবন গড়ি। সকল জনসমাগম এড়িয়ে চলি। সাধারণ সর্দি জ্বরে আক্রান্ত হলে বাসায় থেকে চিকিৎসা নিই। এবং করনা সন্দেহে ৩৩৩ নং এ ফ্রী কল করে সহায়তা নিই। ভাল থাকুক বাংলাদেশ, ভল থাকুক দক্ষিণবেদকাশী ইউনিয়নবাশী।